প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২১ ১০:৩৪:০৭ | আপডেট: ২ years আগে
ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন

কয়েকদিনের টানা দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে সূচকের উত্থান-পতনে।

লেনদেন শুরুর পর ১১ মিনিট তিনটি সূচকেরই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, কিন্তু এরপর থেকে আবারও নিম্নমুখী হতে থাকে। এক ঘণ্টার মাথায় আবারও কিছুটা উত্থান দেখা যায় সূচকের।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সকাল সাড়ে ১০টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯২৭ পয়েন্টে।

অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১ হাজার ৪৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৬৫৫ পয়েন্টে।