প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বাংলাদেশী কর্মী নিয়োগে ‘সিন্ডিকেটের’ অস্তিত্ব অস্বীকার মালয়েশিয়ার

টিবিপি ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২ ১৭:১৫:১২ | আপডেট: ২ years আগে
বাংলাদেশী কর্মী নিয়োগে ‘সিন্ডিকেটের’ অস্তিত্ব অস্বীকার মালয়েশিয়ার

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি দুই দেশের মধ্যে দশ লাখ কর্মী নিয়োগের সুবিধার্থে পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সিন্ডিকেট এবং একচেটিয়া ক্ষমতার অভিযোগ অস্বীকার করেছে।

দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান আশ্বস্ত করেছেন, মালয়েশিয়ার এমন কোনো সিন্ডিকেট নেই।

বুধবার অনলাইন নিউজ পোর্টাল মালয়েশিয়াকিনির বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশি জনশক্তি নিয়োগকারী সংস্থা ২৫ সদস্যের সিন্ডিকেট গঠনের পদক্ষেপের প্রতিবাদ করার পরে সারাভানান এ মন্তব্য করেন।

এর আগে ১৪ জানুয়ারি, সারাভানান একটি চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদকে বাংলাদেশি ২৫টি রিক্রুটমেন্ট এজেন্সির (বিআরএ) মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেন।

এর আগে মঙ্গলবার, জনশক্তি রপ্তানিকারকরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্যোগের প্রতিবাদ করেন।