প্রচ্ছদ ›› স্বাস্থ্য

করোনা মোকাবেলায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২১ ১৯:২৯:৪৪ | আপডেট: ২ years আগে
করোনা মোকাবেলায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মহামারি করোনা ভাইরাস মোকাবেলার ব্যয় অপরিবর্তিত রয়েছে। ২০২০-২১ অর্থবছরের ন্যায় প্রস্তাবিত বাজেটেও করোনা মোকাবিলার জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাবকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘করোনা সরকারকে বাধ্য করেছে এত বড় অঙ্কের বরাদ্দ রাখতে।’

তিনি আরও বলেন, ‘এই মহামারি সমাধানে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথমবারের মতো করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর রীতিমতো মহামারিতে রূপ নেওয়া মরণঘাতী ভাইরাসটি বিশ্ব অর্থনীতিতে বেশ বাজে প্রভাব ফেলে।