প্রচ্ছদ ›› বিনোদন

কানের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি সিনেমা

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২১ ১৯:৩১:২৭ | আপডেট: ২ years আগে
কানের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোন সিনেমা বিশ্বের মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হলো।

বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে বাংলাদেশ সময় বিকেল ৩টায় কান উৎসবের ৭৪তম আসরে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা ঘোষণা করা হয়। এ আয়োজনে ছিলেন উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো ও সভাপতি পিয়েরে লেসকিউর। সংবাদ সম্মেলনটি সরাসরি দেখানো হয় কানের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

ইতিহাস গড়া এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কানের এই ঘোষণার পর তিনি জানান, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় তিনি গর্বিত।

অন্যদিকে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের নির্মাতারা।