প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

তথ্য প্রযুক্তি খাতে ভ্যাট ছাড়

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২১ ২০:২৪:০১ | আপডেট: ২ years আগে
তথ্য প্রযুক্তি খাতে ভ্যাট ছাড়

সরকার ২০২১-২২ অর্থবছরের বাজেটে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভ্যাট ছাড় অব্যাহতি রাখার প্রস্তাব করেছে। এছাড়া মোবাইল ফোন উৎপাদন শিল্পের ক্ষেত্রে একই সুবিধা রেখে আরও উন্নতির সুযোগ দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার বেলা ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপনকালে এ কথা জানান।

বাজেট প্রস্তাবে মন্ত্রী বলেন: তথ্যপ্রযুক্তি সক্ষম ২২ টি আইটিইএস এর জন্য বিদ্যমান কর ছাড়ের সুবিধাগুলি সম্প্রসারণ করা হবে এবং কিছু শর্ত সাপেক্ষে কর অব্যাহতি দেয়া হবে, যদি কিছু কিছু আইটি হার্ডওয়্যার বাংলাদেশে উৎপাদিত হয় তবে ১০ বছরের জন্য অনুমতি দেওয়া হবে।

তিনি বলেছেন, এটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় আরো গতি দেবে, নাগরিকদের জন্য স্বল্প ব্যয়ে সহজেই আধুনিক ডিজিটাল পরিষেবা সহজলভ্য করবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

দেশে মোবাইল ফোন উৎপাদনে আরও দুটি বছরের জন্য ভ্যাট অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন: এখন বাজার যেসব মোবাইল ফোন বিক্রি হচ্ছে তার অধিকাংশই দেশে তৈরি হচ্ছে।