প্রচ্ছদ ›› স্বাস্থ্য

রামেকের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২১ ১৩:১৯:৫০ | আপডেট: ২ years আগে
রামেকের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ খবর নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, মারা যাওয়া আটজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং রাজশাহীর তিনজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে গত ২৪ মে থেকে এই ১৩ দিনে ১০১ জন মারা গেলেন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিল ৬০ জন বলে জানান তিনি। 

শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যোগ করেন রামেক হাসপাতালের উপপরিচালক।

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ১৬ জন।