প্রচ্ছদ ›› খেলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় শিবিরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২১ ১৭:৪২:৩৬ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় শিবিরে করোনার হানা

ম্যাচের বাকি ২৪ ঘণ্টারও কম সময়। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচে সোমবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেল ভারতীয় শিবির। করোনাভাইরাস শনাক্ত হয়েছে দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার।

রোববার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারণ সম্পাদক কুশল দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কুশল দাস বলেন, ‘অনিরুধ থাপা করোনায় আক্রান্ত হয়েছে। তাঁকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। আবারও করোনা পরীক্ষা করানো হবে তাঁর।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার অনিরুদ্ধ থাপার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হোটেলে আলাদা রুমে কোয়ারেন্টিনে আছেন ২৩ বছর বয়সী এই ভারতীয় ফুটবলার।

বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ভারত। দ্বিতীয় রাউন্ডে ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া ভারত রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। তিন পরাজয় ও বাকি তিন ম্যাচে ড্র করেছে তারা। অন্যদিকে পয়েন্ট তালিকার সবার নিচে বাংলাদেশ। ছয় ম্যাচে চার পরাজয় ও দুটি ড্র করা বাংলাদেশের পয়েন্ট মাত্র ২।