প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

বিপর্যয়ের মুখে পড়ে বিশ্বের প্রথম সারির গণমাধ্যম ওয়েবসাইট

টিবিপি ডেস্ক
০৮ জুন ২০২১ ১৯:০৬:৫৫ | আপডেট: ২ years আগে
বিপর্যয়ের মুখে পড়ে বিশ্বের প্রথম সারির গণমাধ্যম ওয়েবসাইট

বিশ্বব্যাপী হঠাৎ সরকারি ও গণমাধ্যম ওয়েবসাইটগুলো বিপর্যয়ের মুখে পড়ে। মঙ্গরবার বিকালে এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। 

হঠাৎ করেই ‘ডাউন’ হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন ও ব্লুমবার্গের মতো ওয়েবসাইট। আল-জাজিরা থেকে এ খবর জানা গেছে।

গণমাধ্যম ছাড়া বিশ্বের বৃহত্তম খুচরাপণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল।

অবশ্য এই ওয়েবসাইটগুলোর বেশিরভাগই ইতিমধ্যে ফের সক্রিয় হয়েছে। এর আগে সেখানে ঢুকতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলঅ্যাবল’-এর মতো বার্তা দেখা যাচ্ছিল।