প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২১ ১০:৫৯:৫৬ | আপডেট: ২ years আগে
ভারতে একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনায় রীতিমত কাবু ভারত। এর মধ্যে দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিন নতুন করে ৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯৪ হাজার ৫২ জন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের।

বৃস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ কারণে গত বছরের ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।