The Business Post
রবিবার, জুন ২০, ২০২১

প্রচ্ছদ জাতীয়

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২১ ১৭:৩৮:০৬

ঢামেকে র‍্যাবের অভিযানে ২৪ দালাল আটক

ঢামেকে র‍্যাবের অভিযানে ২৪ দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের ধরতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ২৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার ইমরানুল হক দ্য বিজনেস পোস্ট’কে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, র‍্যাবের অভিযান চলাকালে বেশ কয়েকজনকে আটক করা হয়। এরপর যাচাই-বাছাই করে আটককৃতদের মধ্য থেকে ২৪ জনকে সর্বোচ্চ এক মাসসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে; কতিপয় মধ্যস্বত্বভোগী বা দালাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসাদের সেবাগ্রহণে বাধাসৃষ্টি করে এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এ অভিযান চালায়।