সুনামগঞ্জে গ্রামবাসীর হামলায় সদর উপজেলার সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) আরিফ আদনানসহ আইনপ্রয়োগকারী সংস্থার অন্তত ২০ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার আদারবাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আদারবাজারে গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। এ সময় প্রশাসনের উপস্থিতিতে গৃহ নির্মাণকাজ শুরু হলে দেশীয় অস্ত্র নিয়ে এসিল্যান্ড আরিফ আদনানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যের উপর হামলা করে গ্রামবাসী।
আরিফ আদনান গণমাধ্যমকে জানান, সরকারি জমি হওয়া সত্ত্বেও শুরু থেকেই গৃহনির্মাণ প্রকল্পের বিরোধিতা করে আসছে গ্রামবাসীরা।
তিনি বলেন, 'গ্রামবাসীদের পিছু হটাতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাড়তি সতর্কতা হিসেবে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।'