প্রচ্ছদ ›› খেলা

স্ট্যাম্প ভেঙে ক্ষমা চাইলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২১ ১৯:১৩:৪৬ | আপডেট: ২ years আগে
স্ট্যাম্প ভেঙে ক্ষমা চাইলেন সাকিব

নিজের কর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যা ৬টায় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি। 

সাকিব তার পেজে লিখেছেন, 'আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এমন আচারণ করা উচিত হয়নি। তবে কখনও কখনও অনিচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটে যায়।'

এ স্ট্যাটাসে তিনি দলের সদস্য, পরিচালক, টুর্নামেন্ট কর্মকতা ও পরিচালনা কমিটির কাছে এ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলেও জানান সাকিব। 

এর আগে, দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ফের মেজাজ হারান। দৌড়ে এসে তিন স্ট্যাম্প তুলে আছাড় মারেন।

এমন আচরণের জন্য শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশের সফলতম এই ক্রিকেটারকে। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সাকিব।