প্রচ্ছদ ›› শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২১ ১৪:০১:০১ | আপডেট: ২ years আগে
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে স্কুল ও কলেজ ১৩ জুন থেকে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশে করোনভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েকদফা বাড়ানো হয়।