প্রচ্ছদ ›› খেলা

স্টাম্প লাথি মারায় চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২১ ১৭:২১:২৩ | আপডেট: ২ years আগে
স্টাম্প লাথি মারায় চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সাকিব

শুক্রবার মিরপুরে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের টি টুয়েন্টি ম্যাচে আচরণবিধি লঙ্ঘণ করায় অলরাউন্ডার সাকিব আল হাসানকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে গিয়ে লেগ আউটের আবেদন করলে আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্টাম্প ভেঙে বসেন তিনি।

এসময় আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গেও অসদাচরণ করেন মোহামেডানের অধিনায়ক সাকিব। 

মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান দ্য বিজনেস পোস্টকে জানান, ম্যাচের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা সাকিবের আচরণের জন্য তাকে চার ম্যাচ নিষেধাজ্ঞার প্রস্তাব করেন।

তিনি বলেন, 'আমি শুনেছি তিনি চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন। তবে বিসিবির কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি।'

গতকালের টি-টোয়েন্টির এই ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে মোহামেডান জয় পায় ৩১ রানে।

ঘটনাটি ঘটে ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিপক্ষে লেগ আউটের আবেদন করলে। এসময় সাকিবের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ। এতেই রেগে লাথি মেরে স্টাম্প ভাঙেন তিনি।

সাকিব উত্তেজিত হয়ে কেবল স্টাম্পই লাথি মেরে ভাঙেননি, তিনি এসময় আম্পায়ারের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে যখন ষষ্ঠ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধের ডাক দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তও মেনে নিতে পারেননি তিনি। দৌড়ে এসে তিনটি স্টাম্প তুলে মাটিতে আছাড় মারেন।

ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় সাকিব আবাহনী খেলোয়াড়দের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। এতে খেপে গিয়ে তেড়ে আসেন আবাহনী কোচ খালেদ মাহমুদ। এসময় মোহামেডানের শামসুর রহমান দৌড়ে আবাহনীর ড্রেসিং রুমের দিকে গিয়ে খালেদ মাহমুদকে থামান।