প্রচ্ছদ ›› খেলা

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২১ ২০:০০:১৩ | আপডেট: ২ years আগে
৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের জন্য বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ এ শাস্তির কথা জানান।

শুক্রবার মিরপুরে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের টি টুয়েন্টি ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে গিয়ে লেগ আউটের আবেদন করলে আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্টাম্প ভেঙে বসেন সাকিব।

উত্তেজিত হয়ে তিনি কেবল স্টাম্পই লাথি মেরে ভাঙেননি, আম্পায়ারের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে যখন ষষ্ঠ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধের ডাক দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তও মেনে নিতে পারেননি সাকিব। দৌড়ে এসে তিনটি স্টাম্প তুলে মাটিতে আছাড় মারেন।

এসময় আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গেও অসদাচরণ করেন মোহামেডানের এই অধিনায়ক।