আবারও দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোট এসএটিআরসির ২২তম আন্তর্জাতিক সম্মেলনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।
বিটিআরসি জানায়, এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিকেশন (এপিটি) তত্ত্বাবধানে গত ১ নভেম্বর শুরু হওয়া দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোট (এসএটিআরসি) ৩ দিনব্যাপী ২২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এসএটিআরসিভুক্ত ৯টি দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ এপিটিরর সেক্রেটারি জেনারেল ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিতিতে বাংলাদেশকে ২০২৩ মেয়াদে সংস্থার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও বর্তমান মেয়াদের কমিটিতে বাংলাদেশকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
৩ দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভার বিভিন্ন সেশনে বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের নেতৃত্বে বিটিআরসির কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এর আগে ২০১৭ সালে এই সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ।
কাউন্সিলের দ্বিতীয় দিনের সভায় ও ২৩তম বৈঠকে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে বর্তমান মেয়াদে এসএটিআরসি’র ভাইস-চেয়ারম্যান এবং ২০২৩ মেয়াদে সংস্থার চেয়ারম্যান নির্বাচিত করা হয়।