বিশ্বে প্রতিদিন অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে লাখ লাখ মানুষ ই-মেইল ব্যবহার করে। আর ই-মেইলের এসব তথ্য সংরক্ষণ করে থাকে গুগল ক্লাউড। ইন্টারনেট ছাড়া আবার এসব তথ্য ব্যবহার করা যায় না। কিন্তু সম্প্রতি গুগল জানাচ্ছে ই-মেইলের তথ্য ব্যবহারের জন্য ইন্টারনেট থাকা বাধ্যতামূলক নয়।
ফোনে ইন্টারনেট না থাকলেও সংরক্ষিত তথ্য ব্যবহার করা যাবে। যেভাবে ই-মেইলে থাকা তথ্য ইন্টারনেট ছাড়া ব্যবহার করবেন-
# গুগল ক্রম ব্রাউজার থেকে প্রথমে জিমেইল অ্যাকাউন্ট লগইন করুন
# ডানপাশে থাকা সেটিংস আইকনে ক্লিক করুন
# মেনু থেকে See all settings ক্লিক করুন
# horizontal menu থেকে Offline এ ক্লিক করুন
# এরপর offline mail check box Enable করুন
# অফলাইন বার্তাগুলোর জন্য টাইমলাইন নির্বাচন করে করুন এবং আপনার পছন্দগুলো নির্বাচন করুন৷
# এরপর Save Changes এ ক্লিক করুন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া