প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

মাল্টি ডিভাইস ফিচার

একসাথে চারটি ফোনে চলবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

টিবিপি ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩ ১০:১৭:৪৭ | আপডেট: ২ years আগে
একসাথে চারটি ফোনে চলবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
প্রতীকী ছবি

বার্তা লেনদেনের পাশাপাশি অডিও, ভিডিও কলের সুযোগ রয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। তবে একাধিক ফোনে একই একাউন্ট লগইন করা যেত না। এবার মাল্টি ডিভাইস ফিচারের মাধ্যমে মেটার মালিকানাধীন এই অ্যাপটির একটি অ্যাকাউন্ট চারটি মোবাইলে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। নতুন এই সুবিধাটি এখন থেকেই ভোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে, একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে চারটি মোবাইলে।’

তার এই পোস্টে ইতিমধ্যে রিয়্যাক্ট পড়েছে লাখ লাখ। কমেন্টও শেয়ার হয়েছে হাজার হাজার।

প্রায় ২৪৪ কোটি গ্রাহক মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ফোন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে পরিচিত-অপরিচিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।