প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

এবার টিকটকেও খেলা যাবে গেম

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২২ ১৬:১৬:০০ | আপডেট: ২ years আগে
এবার টিকটকেও খেলা যাবে গেম

ছোট ছোট ক্লিপ বা ভিডিও তৈরি ও আদান-প্রদানের জন্যে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় টিকটক। সম্প্রতি গেমারদের দলে টানতে নিজেদের অ্যাপে গেম খেলার সুযোগ চালু করছে টিকটক কর্তৃপক্ষ। সেই সঙ্গে গেম খেলার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ধারণ করে টিকটকে পোস্টও করা যাবে।

এরই মধ্যে টিকটক অ্যাপে যুক্ত করা হয়েছে নয়টি গেম। অ্যাপের ‘মিনি গেম’ মেনুতে ক্লিক করে আকারে ছোট এইচটিএমএল ভিত্তিক গেমগুলো খেলা যাবে।

এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় আমাদের প্ল্যাটফর্ম সমৃদ্ধ করার উপায় খুঁজছি এবং নিয়মিতভাবে নতুন বৈশিষ্ট্য চালুর জন্য পরীক্ষা করে থাকি। বর্তমানে আমরা তৃতীয় পক্ষের গেম নির্মাতা এবং স্টুডিওগুলোর সহায়তায় গেম পরীক্ষার কাজ করছি।’

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট সংখ্যক টিকটক ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই সব ব্যবহারকারীর জন্য গেমগুলো উন্মুক্ত করা হবে।