প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ কিনলো ৪ অপারেটর

নিজেস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২২ ১৯:৪৩:৪৩ | আপডেট: ৩ years আগে
১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ কিনলো ৪ অপারেটর

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিলামে দেশের ৪ মোবাইল অপারেটর ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এর মোট মূল্যমান ১০ হাজার ৬৪১ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এর নিলামে অংশ নেয় টেলিটক, বাংলালিক, গ্রামীণফোন এবং রবি আজিয়াটি লিমিটেড।

ফোরজি ও ফাইভজি সেবা সম্প্রসারণে ২২০ মেগাহার্টেজের তরঙ্গ বিক্রির নিলামে বিক্রি হয়েছে ১৯০ মেগাহার্টজ। এর মধ্যে ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছে গ্রামীণফোন ও রবি। এছাড়া টেলিটক ৩০ মেগাহার্টজ, বাংলালিংক ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনল।

নিলাম অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার প্রমুখ অংশ নেন।

শীঘ্রই গ্রাহকরা এ সেবা পাবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেন, মোবাইল অপারেটরগুলোর যে তরঙ্গ ছিল আজ থেকে তা সবার দ্বিগুণ হয়ে গেল। ফলে গ্রাহক এখন থেকে মানসম্মত সেবা পাবে, এটা আশা করা যায়।

নিলাম অনুষ্ঠান শেষে সাংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, এখন আর অপারেটরদের তরঙ্গের কোনো ঘাটতি থাকবে না।

গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভজি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।