প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় বাংলা কি-বোর্ড বাধ্যতামূলক: জব্বার

শামীম আহমেদ
১৭ জানুয়ারি ২০২৩ ১৫:০৯:১৭ | আপডেট: ১ year আগে
অ্যান্ড্রয়েড ফোনে বিজয় বাংলা কি-বোর্ড বাধ্যতামূলক: জব্বার

আমদানিকৃত এবং দেশীয়ভাবে উৎপাদিত সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্রমিত বিজয় বাংলা কি-বোর্ড বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

টেলিযোগাযোগ মন্ত্রী মঙ্গলবার দ্য বিজনেস পোস্ট’কে বলেন, ‘বাংলাদেশে মোবাইল কেনার পর সবাই যেন মোবাইলে বাংলা লিখতে পারে, এবং সেটা যেন বিনামূল্যে হয়, সেটাই সরকার চায়। আর বিএসটিআই যেহেতু বিজয় কি-বোর্ডকে ‘স্ট্যান্ডার্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সে কারণে বিজয়ের কথাই বলা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায়।’

বিজয় বাংলা কি-বোর্ড এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। তবে ভবিষ্যতে আইওএস ফোনের জন্যেও এটি প্রযোজ্য হবে বলে জানান মন্ত্রী।

আমদানিকৃত ও স্থানীয়ভাবে উৎপাদিত সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় সফটওয়্যার থাকা বাধ্যতামূলক করে গত শুক্রবার বিটিআরসির পক্ষ থেকে ওই নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়, বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ইন্সটল করা ছাড়া কোনো স্মার্টফোন বাজারজাত করার অনুমতি দেওয়া হবে না।

এ বিষয়ে বাংলাদেশ মোবাইলফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের চিঠিও দিয়েছে বিটিআরসি। সেখানে বলা হয়, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল সরবরাহ করা হবে।

কমিশন থেকে স্মার্টফোন বাজারজাতকরণের অনুমতি নেওয়ার আগে এপিকে ফাইলটি ইনস্টল করে তা প্রদর্শন করতে হবে। না হলে অনাপত্তি দেওয়া হবে না।