প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

এবার টাকার বিনিময়ে ভেরিফাই করা যাবে ফেসবুক

টিবিপি ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৫:২৪ | আপডেট: ১ year আগে
এবার টাকার বিনিময়ে ভেরিফাই করা যাবে ফেসবুক

নতুন ঘোষণা দিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। টাকার বিনিময়ে ভেরিফাই করা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।  রোববার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মার্ক জুকারবার্গ তার পোস্টে বলেন, ‘শুভ সকাল। এই সপ্তাহে আমরা মেটা ভেরিফায়েড চালু করতে যাচ্ছি। এটি একটি সাবস্ক্রিপশন পরিষেবা যা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যাচাই করবে। এর বিনিময়ে পাওয়া যাবে একটি ব্লু ব্যাজ এবং এটি আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে থাকা বিভিন্ন মিথ্যা অভিযোগ থেকে সুরক্ষা দেবে’।

তিনি আরও বলেন, ‘এই পরিষেবায় গ্রাহক সরাসরি সহায়তা পাবেন। নতুন এই বৈশিষ্ট্য সত্যতা এবং নিরাপত্তা বাড়াবে। এই পরিষেবার জন্য গুনতে হবে মাসিক ১১ দশমিক ৯৯ ডলার, আর অ্যাপলের ক্ষেত্রে ১৪ দশমিক ৯৯ ডলার। আমরা এই পরিষেবা চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শুরু করতে যাচ্ছি। শিগগির অন্যান্য দেশেও শুরু হবে’।