প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

গেমিং স্মার্টফোন হট ২০এস আনলো ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২২ ১৭:৩২:৫৫ | আপডেট: ২ years আগে
গেমিং স্মার্টফোন হট ২০এস আনলো ইনফিনিক্স

বাজারে এলো ইনফিনিক্স মোবাইলের নতুন স্মার্টফোন হট ২০এস। এই ডিভাইসের মধ্যে আছে একটি শক্তিশালী প্রসেসর, উন্নত রিফ্রেশ রেট, হাইপার ভিশন সমৃদ্ধ গেমিং ডিসপ্লে, এক্সটেন্ডেড র‍্যাম এবং এক্সপ্যান্ডেবল রম।

হট ২০এস-এ আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্জ পর্যন্ত চলতে পারে।

আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫% বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬।

হট ২০এস হ্যান্ডসেটে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং দ্রুত গেমিং কন্ট্রোল। আরও আছে ২৪০ হার্জ আল্ট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আল্ট্রা টাচ মোড। এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে।

হ্যান্ডসেটটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেন্ডেড র‍্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

অ্যাডভান্সড এক্সটেন্ডেড এলপিডিডিআরফোরএক্স হাই স্পিড র‍্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। এর ৬১% দ্রুত অ্যাপ স্টার্ট আপের কারণে গেমিংয়ের সময় আর স্মার্টফোন ফ্রিজ হবে না।

হট ২০এস-এর ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাহায্যে এর বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারিকে খুব দ্রুত চার্জ দেওয়া যায়।

৩৯৬ পিক্সেলস পার ইঞ্চির (পিপিআই) সাথে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা ইউনিট হট ২০এস-কে অনেক হ্যান্ডসেটের চেয়েই এক ধাপ এগিয়ে রাখবে। এই হ্যান্ডসেটে আছে এফ১.৬ অ্যাপারচার, যা মানসম্পন্ন ছবি তুলতে সাহায্য করে। এতে আরও আছে ৫০ মেগাপিক্সেল সুপার নাইটস্কেপ ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হট ২০এস সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু এই দু’টি রঙে পাওয়া যাবে মাত্র ১৮,৯৯৯ টাকায়।