প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটার কর্তৃপক্ষকে এলন মাস্কের হুমকি

টিবিপি ডেস্ক
১৫ এপ্রিল ২০২২ ১৮:০৯:৩২ | আপডেট: ২ years আগে
টুইটার কর্তৃপক্ষকে এলন মাস্কের হুমকি
সংগৃহীত

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের পুরো মালিকানা কেনার প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তার প্রস্তাবে রাজি না হলে টুইটার কর্তৃপক্ষকে হুমকিও দিয়ে রেখেছেন তিনি।

তিনি জানিয়ে রেখেছেন, তার প্রস্তাবে রাজি না হলে তিনি যে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সেটি ছেড়ে দেওয়ার কথা ভাববেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের সব শেয়ার কেনার জন্য ৪১ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছেন এলন মাস্কে। তার প্রস্তাবে টুইটার কর্তৃপক্ষ একমত হয়নি।

এ বিষয়ে এলন মাস্ক বলেন, ‘বিশ্বব্যাপী স্বাধীনভাবে মতামত প্রকাশের একটি মাধ্যম হতে পারে টুইটার। আর স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারাটা হচ্ছে প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। এটা আমি বিশ্বাস করি। তাই এতে (টুইটারে) বিনিয়োগ করেছি।’

তিনি বলেন, ‘টুইটারে বিনিয়োগ করার পরে বুঝতে পেরেছি, বর্তমানে কোম্পানিটি সামাজিক আবশ্যিকতাকে সমৃদ্ধ করতে পারছে না। তাই এটাকে সম্পূর্ণভাবে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করা প্রয়োজন। টুইটারের অসাধারণ সম্ভাবনা রয়েছে, এটা আমি উন্মুক্ত করব।’