প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটার কেনা স্থগিত রাখছেন ইলন মাস্ক

টিবিপি ডেস্ক
১৩ মে ২০২২ ১৬:১৩:২১ | আপডেট: ১ year আগে
টুইটার কেনা স্থগিত রাখছেন ইলন মাস্ক
সংগৃহীত

টুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্ক। তিনি নিজেই টুইটারে এ খবর জানিয়েছেন।

টুইটে মাস্ক জানান, স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের জন্য ‘টুইটার ডিল’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানা পান ইলন মাস্ক। এজন্য ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণও নিয়েছেন মাস্ক। তা শোধ করার জন্য কর্মী ছাঁটাই ও উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানোর ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকান এ ধনকুবের।

তবে আপাতত সেই সব সিদ্ধান্ত স্থগিত রাখছেন মাস্ক।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৭৪ বিলিয়ন ডলার।