প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটার নিয়ে যন্ত্রণায় ইলন মাস্ক

টিবিপি ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩ ১২:০৩:২৩ | আপডেট: ১ year আগে
টুইটার নিয়ে যন্ত্রণায় ইলন মাস্ক

টুইটার নিয়ে বেশ বিরক্ত ইলন মাস্ক। টুইটার কেনার সাত মাসের মাথায় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, ‘টুইটার পরিচালনা করা খুবই যন্ত্রণাদায়ক।’

গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ৯০ সেকেন্ডের ওই সাক্ষাৎকারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পাশাপাশি নিজেকে নিয়ে বিতর্কিত নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি সান ফ্রান্সিসকো থেকে টুইটার প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়।

ইলন মাস্কের সাক্ষাৎকার নেন বিবিসির সাংবাদিক জেমস ক্লেটন। টুইটার নিয়ে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি পরিচালনা করা খুবই যন্ত্রণার এবং এ যাত্রা মোটেও সহজ নয়। এছাড়া উপযুক্ত কাউকে খুঁজে পেলে টুইটার বিক্রি করে দেবেন বলেও সাক্ষাৎকারে জানান টেসলা প্রধান।

ব্যবসায়িক দিকে টুইটারকে সফল করতে দিনরাত পরিশ্রম করতে হয়েছে বলেই দাবি করেন মাস্ক। তিনি বলেন, ‘এমনও হয়েছে আমি কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েছি। টুইটার কেনার পর মনে হয়েছিল রোলার কোস্টারে উঠেছি। প্রচণ্ড চাপের মধ্যে কাজ চালিয়ে যেতে হয়েছে। পুরো সময়টা খুবই যন্ত্রণাদায়ক।’

টুইটারের কর্মী বর্তমানে দেড় হাজারের মতো। দায়িত্ব নেওয়ার পর বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানতে চাইলে ইলন মাস্ক বলেন, ‘প্রায় আট হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দেয়া খুব সহজ ছিল না।’