প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটার প্রধানের পদ ছাড়বেন ইলন মাস্ক?

টিবিপি ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২ ১৩:৩০:২৭ | আপডেট: ১ year আগে
টুইটার প্রধানের পদ ছাড়বেন ইলন মাস্ক?

মালিকানা গ্রহণের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি টুইটারের কর্মী থেকে শুরু করে ব্যবহারকারীরা।

সম্প্রতিই বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন টুইটার ব্যবহারকারীরা। পরে অবশ্য সাংবাদিকদের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে। তবে এমন অবস্থায় টুইটার ব্যবহারকারীদের সামনে বড় প্রশ্ন রাখলেন ইলন মাস্ক। জানতে চাইলেন, টুইটারের প্রধান পদ থেকে কি আমি সরে দাঁড়াব?

রোববার মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোল তৈরি করেন ইলন। সেখানে জানতে চান, তার কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়ানো উচিত। টুইটে ইলন মাস্ক বলেন, আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে দাঁড়াব? এই পোলের যা ফলাফল আসবে, আমি তাই-ই মেনে নেব।

তিনি আরেকটি টুইটে সংস্থায় সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের প্রসঙ্গ টেনে লেখেন, আগামী দিনগুলিতে বড় বড় নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে ভোট করা হবে। আমি ক্ষমা চাইছি, এইরকম আর হবে না।

তৃতীয় টুইটে তিনি আরও লেখেন, কথায় রয়েছে, কী চাইছো, তা নিয়ে সতর্ক হও, হতেই পারে তা সত্য হয়ে গেল।