প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটার ব্যবহারে টাকা লাগবে, ইঙ্গিত মাস্কের

টিবিপি ডেস্ক
০৪ মে ২০২২ ২১:৩৪:৩২ | আপডেট: ১ year আগে
টুইটার ব্যবহারে টাকা লাগবে, ইঙ্গিত মাস্কের

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কেনার পর থেকে নিয়মিত আলোচনায় রয়েছেন। এসবের মাঝে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী সময়ে টুইটার বিনামূল্যে ব্যবহার করা যাবে না।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে টুইটার ব্যবহার করার জন্য টাকা খরচ করতে হবে। তবে ইলন মাস্ক স্পষ্ট করেছেন, এটি সব সময় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে।

বুধবার এক টুইট বার্তায় ইলন মাস্ক লেখেন, ‘টুইটার সব সময় ক্যাজুয়াল ইউজারদের জন্য বিনামূল্যেই থাকবে। কিন্তু বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ দিতে হতে পারে।’