প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারের পরিচালনা পর্ষদে থাকছেন না ইলন মাস্ক

টিবিপি ডেস্ক
১১ এপ্রিল ২০২২ ১৬:৫৬:৪৮ | আপডেট: ১ year আগে
টুইটারের পরিচালনা পর্ষদে থাকছেন না ইলন মাস্ক
ছবি- সংগৃহীত

টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও সামাজিক মাধ্যম কোম্পানিটির পরিচালনা পর্ষদে (বোর্ড) যোগ দিচ্ছেন না টেসলা ব্রান্ডের সিইও ইলন মাস্ক। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন টুইটারের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরওয়াল।

আগরওয়াল লিখেছেন, ‘বোর্ডে ইলনের অ্যাপয়েন্টমেন্ট আনুষ্ঠানিকভাবে ৪/৯ তারিখে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইলন ওইদিন সকালেই জানিয়েছেন তিনি বোর্ডে যোগ দিবেন না৷ আমি বিশ্বাস করি এটা ভালোকিছুর জন্য করা হয়েছে।’

আগরওয়াল আরও লিখেছেন, ‘টুইটার বোর্ড ইলনকে কোম্পানির একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিশ্বাস করে, যেখানে তাকে সমস্ত বোর্ড সদস্যদের মতো, কোম্পানির এবং আমাদের সমস্ত শেয়ারহোল্ডারদের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে, এটি ছিল এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ।’

রাত সাড়ে ৯ টায় মাস্ক গোলাকার চোখ ও মুখের উপর একটি হাতসহ একটি ইমোজি টুইট করেছেন। এটি সাধারণত বিব্রত বা মৃদু হাসির জন্য ব্যবহৃত হয়, কখনও কখনও ‘উফ!’ অর্থে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত বলেন নি।

ইলন মাস্কের এমন সিদ্ধান্তে সাইটটিকে বিজ্ঞাপনমুক্ত করাসহ টুইটারে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালে টুইটারের আয়ের প্রায় ৯০ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে।