প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারের বহিষ্কৃত সিইও পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২ ২০:৩৪:৫৪ | আপডেট: ১ year আগে
টুইটারের বহিষ্কৃত সিইও পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার পরেই মাধ্যমটির ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালসহ শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কার করেছেন তিনি।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটার ছাড়ার পরে ৪২ মিলিয়ন ডলার পেতে পারেন পরাগ আগরওয়াল।

প্রতিবেদনে আরও বলা হয়, কোম্পানির নিয়ন্ত্রণ পরিবর্তনের এক বছরের মধ্যে যদি আগরওয়ালকে বরখাস্ত করা হয়,তাহলে তিনি আনুমানিক ৪২ মিলিয়ন ডলার পাবেন।

মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব নেয়ার পরই সিইও পরাগ আগরওয়াল,সিএফও নেড সেগাল এবং জেনারেল কাউন্সেল ভিজায়া গাড্ডেকে বরখাস্ত করেছেন।

এছাড়াও টুইটারের ব্যবস্থাপনা নিয়ে নিজের বিশ্বাসের অভাবের কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন মাস্ক।

এর আগে নানা আলোচনা ও বিতর্কের পর চলতি বছরের এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার কেনার প্রক্রিয়া শুরু করেন ইলন মাস্ক।