প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

ডিজিটাল কনটেন্ট পাওয়ায় ছুটির পরও বাড়ি যেতে চায় না ছোট্ট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২২ ১৩:০৪:৩৪ | আপডেট: ১ year আগে
ডিজিটাল কনটেন্ট পাওয়ায় ছুটির পরও বাড়ি যেতে চায় না ছোট্ট শিক্ষার্থীরা

ডিজিটাল কনটেন্ট পাওয়ায় ছুটির পরও বাড়ি যেতে চায় না ছোট্ট শিক্ষার্থীরা। আশপাশের স্কুলের শিক্ষার্থীরা অনেকে টিসি নিয়ে এই স্কুলে চলে এসেছে। যে স্কুলে মাল্টিমিডিয়া আছে সে প্রতিষ্ঠানে ডিজিটাল কনটেন্ট দেওয়ার দাবি উঠেছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল কনটেন্টে পরিচালিত দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার  বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারাহী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল কনটেন্টে পাঠদান কর্মসূচী পরিদর্শনকালে সংশ্লিষ্টরা এ দাবি জানান।

সুবিধা বঞ্চিত প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের ৬শত ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিটিআরসি‘র এসওএফ তহবিলের অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় মানিকগঞ্জ সদর উপজেলায় এই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো: আব্দুল ওহাব, বিজয় ডিজিটাল এর সিইও জেসমিন জুই, মানিকগঞ্জের এডিসি জেনারেল মো: সানোয়ার হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যতিশ্বর পাল, ঊপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোহসীন রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাল ডিভাইসে ডিজিটাল কনটেন্টে পাঠ প্রদানের অবদানের কথা তুলে ধরে মোস্তফা জব্বার বলেন; শিশুরা খেলার ছলে আনন্দের সাথে তাদের এক বছরের সিলেবাস ২ মাসের মধ্যে শেষ করতে সক্ষম হয়।

মোস্তাফা জব্বার নেত্রকোণা জেলার পূর্বধলায় তার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি ডিজিটাল স্কুলের দৃষ্টান্ত তুলে ধরে বলেন; শিশুদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতেই হবে। ডিজিটাল শ্রেণি কক্ষে ডিজিটাল কনটেন্টে পাঠদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রকল্পটি বাস্তবায়ন শেষ হবার পথে। ডিজিটাল কনটেন্টের মাধ্যমে প্রাথমিক পাইলটিং স্তরের শিক্ষার্থীদের পাঠদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক স্তর থেকে শিক্ষার ডিজিটাল রুপান্তরের কার্যক্রম শেষ স্তুরে রয়েছে।