প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

দিল্লি-মুম্বাইয়ের কার্যালয় বন্ধ করলো টুইটার

টিবিপি ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮:০৩ | আপডেট: ১ year আগে
দিল্লি-মুম্বাইয়ের কার্যালয় বন্ধ করলো টুইটার

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার ভারতের মুম্বাই ও দিল্লির কার্যালয় বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি এ দুটি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। তবে টুইটার দেশটির প্রযুক্তির রাজধানীখ্যাত বেঙ্গালুরুতে কার্যালয় চালু রেখেছে। টুইটার কেনার পর থেকেই খরচ কমাতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন ইলন মাস্ক। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি ও মুম্বাইয়ের টুইটার কার্যালয়ে অধিকাংশ কর্মী প্রকৌশলী। এর আগে গত বছরের শেষ দিকে প্রতিষ্ঠানটির মালিকানা পাওয়ার পরপরই ভারতের দুই শতাধিক কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক।

বলা হচ্ছে, ইলন মাস্ক ২০২৩ সালের মধ্যে টুইটারকে আর্থিকভাবে স্থিতিশীল করার আপ্রাণ চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। তাই বিশ্বজুড়ে একবারে অসংখ্য কর্মী ছাঁটাই ও একাধিক কার্যালয় বন্ধ করে দিচ্ছেন তিনি।

ইলন মাস্কের মতে, ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না মাইক্রো ব্লগিং সাইটটি। তবে একাধিক সমীক্ষার দাবি, আগামী দিনে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহু উন্নতির সুযোগ রয়েছে ভারতে।

অন্যদিকে এনডিটিভি বলছে, বিগত বছরগুলোতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে টুইটার। এ প্ল্যাটফর্মে প্রায়ই ভারতীয়দের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক পোস্ট ও মন্তব্য করতে দেখা যায়।