ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা নিয়ে দেশজুড়ে যেন একপ্রকার ‘নৈরাজ্য’ চলছে। নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় কোম্পানিগুলো যে যার মতো গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করছে। এবার প্রত্যন্ত এলাকাসহ সারাদেশের জন্য ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট।
রোববার বেলা তিনটায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই উদ্যোগ বাস্তবায়ন করবে বলে জানা গেছে।
শনিবার বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'এ বিষয়ে আগামীকালই বিস্তারিত জানতে পারবেন।'
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, 'এখন গ্রামেও অনেক জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গেছে। তাই এটাকে একটা নীতিমালার আওতায় আনা খুবই জরুরি। খোঁজ নিয়ে জেনেছি, গ্রামে শহরের তুলনায় প্রায় দ্বিগুণ টাকা খরচ করতে হয়। বিষয়গুলো সুরাহা করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।'