প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

নারীদের প্রযুক্তি খাতে সম্পৃক্ত করতে পারলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২২ ১৯:১৭:৩৫ | আপডেট: ১ year আগে
নারীদের প্রযুক্তি খাতে সম্পৃক্ত করতে পারলেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব
জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের প্রযুক্তি খাতে সম্পৃক্ত করতে না পারলে কাঙ্খিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর যুব মহিলা লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আগামীর বাংলাদেশকে সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। আর প্রযুক্তিনির্ভর  বাংলাদেশ বিনির্মাণে নারীদের সম্পৃক্ত করতে না পারলে কাঙ্খিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাইরে রেখে সেটা সম্ভব না।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মানসি ভট্টাচার্যের সভাপতিত্বে স্থানীয় কোর্ট মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা, খোদেজা নাসরীন, কেন্দ্রীয় সহ সভাপতি কোহেলী কুদ্দুসসহ অন্যান্যরা।