প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

ফ্যাশনপ্রেমীদের জন্য অপো'র এফ২১ প্রো

প্রযুক্তি ডেস্ক
০৮ এপ্রিল ২০২২ ১৭:৪৩:১৯ | আপডেট: ২ years আগে
ফ্যাশনপ্রেমীদের জন্য অপো'র এফ২১ প্রো
ছবি- সংগৃহীত

শিগগিরই দেশের বাজারে উন্মোচিত হতে যাচ্ছে চমৎকার ডিজাইন ও চোখ ধাঁধানো সানসেট অরেঞ্জ রঙের অপো'র এফ২১ প্রো। উদ্ভাবনী প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি এফ২১ প্রো ডিভাইসটির রয়েছে ব্যতিক্রমী ডিজাইন ।

এফ২১ প্রো ডিভাইসটি প্রথম দর্শনেই যে কোন ব্যক্তিরই মনোযোগ আকর্ষণ করবে! সেল্ফ-ডেভেলপড ফাইবারগ্লাস-লেদার ডিজাইন এর মাধ্যমে তৈরি এ ডিভাইসটি নিশ্চিতভাবে মানুষের চোখকে ধাঁধিয়ে দিবে। স্প্লাইসড ক্যামেরা ডিজাইন এবং পাতলা ও হালকা বডি’র সমন্বয়ে তৈরি স্মার্ট ডিজাইনের এ ফোনটি দেখতে বেশ আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী।

অপো এফ২১ প্রো ডিভাইসটি সুনিপুণ ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে; যেখানে সিনথেটিক লেদার ম্যাটেরিয়াল ও প্লেট যুক্ত করার মাধ্যমে ফোনটিকে নতুন আকৃতি দেয়া হয়েছে। ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও ‘ফ্রেমলেস ব্যাটারি কাভার’ ব্যবহার করার ফলে ফোনটিতে কোন প্লাস্টিক মিড-ফ্রেম ব্যবহারের প্রয়োজন হয়নি; যা ডিভাইসটিকে এজলেস ও পাতলা করেছে। ফলে, ব্যবহারকারীরা দীর্ঘদিন ফোনটি ব্যবহার করতে পারবেন, যা ব্যবহারকারীদের ফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

ডিভাইসটিতে অরবিট লাইট ডিজাইন রয়েছে, যা বেশ কিছু কারণেই গুরুত্ব বহন করে। প্রথমটি হলো, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্যামেরা মডিউলের আকার আরও ছোট করা হয়েছে। এ সব ছাড়াও, সম্পূর্ণ নতুন অরবিট লাইট ডিজাইন স্মার্টফোনের উপযোগিতা এবং ভিজ্যুয়াল আবেদন দুটোই নিয়ে আসে।

ডিভাইসটির পেছনে মেটাল স্ট্রিপের ব্যবহার ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দিবে। অপো এফ২১ প্রো দিয়ে ব্যবহারকারীরা চমৎকার মিরর সেলফি তুলতে পারবেন এবং এই ফোন ব্যবহারকারীর নিত্য পথচলায় নতুন মাত্রা যোগ করবে।

যারা প্রতিদিনের পথচলায় একটি স্টাইলিশ ডিভাইস ব্যবহার করতে চাচ্ছেন তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই বাংলাদেশে বাজারে উন্মোচিত হতে যাচ্ছে এ ফোনটি।