প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

‘বর্তমান বিশ্ব প্রতিযোগিতার নয়, সহযোগিতার’

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২২ ১৭:৩৯:৪৬ | আপডেট: ১ year আগে
‘বর্তমান বিশ্ব প্রতিযোগিতার নয়, সহযোগিতার’
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার নয়, সহযোগিতার।

তিনি বলেন, ‘যত বেশি সহযোগিতা করা যায়, জীবন তত সহজ করা যায়। সেই লক্ষ্যে, আইসিটি বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে বর্তমান সমন্বয়ে বেসরকারি খাতের অংশীদারিত্বের সুযোগ রয়েছে।’

সম্প্রতি চ্যানেল আই’এ প্রচারিত ‘বিকাশ ডিজিটাল লাইফ’ এর প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামসুদ্দিন হায়দার ডালিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু শহুরে মানুষই নয়, গ্রামের মানুষও ডিজিটাল জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে এবং ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সরকার ১২ বছর আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছিল তা আজকের এই ডিজিটাল অভ্যাস তৈরির ভিত্তি বলে মনে করেন তিনি।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদানের কারণে ডিজিটাল সেবা জনগণের কাছে সহজলভ্য হয়েছে।