প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংকের গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২২ ১৬:১১:০৭ | আপডেট: ১ year আগে
ব্যাংকের গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে কেনা গাড়ি নূন্যতম আট বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

এর আগে ব্যাংকের কাজে ব্যবহৃত গাড়ি ৫ বছর পরে প্রতিস্থাপনযোগ্য বলে বিবেচিত হতো।

ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চলতি অর্থবছরে ব্যাংকগুলোর জন্য নতুন গাড়ি ক্রয় এবং প্রতিস্থাপন বন্ধ থাকার ব্যাপারে আগের নির্দেশনা বহাল থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারা ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।