প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

মঙ্গলের পাথরের ৩০ নমুনা পৃথিবীতে আনার পরিকল্পনা

প্রযুক্তি ডেস্ক
২৮ জুলাই ২০২২ ১৫:৪৯:২৮ | আপডেট: ১ year আগে
মঙ্গলের পাথরের ৩০ নমুনা পৃথিবীতে আনার পরিকল্পনা
সংগৃহীত

২০৩৩ সালে মঙ্গল গ্রহের পাথরের ৩০টি নমুনা পৃথিবীতে নিয়ে আসার পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এই মিশনে সহায়তার জন্য তারা দু’টি ছোট হেলিকপ্টার পাঠাবে।

বুধবার সংস্থাটি এ কথা জানায়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসার পাঠানো প্রিজারভেন্স রোভার মঙ্গলের মাটিতে অবতরণ করে। ইতিমধ্যে মঙ্গলে প্রাণের প্রাচীন অস্তিত্বের প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে এই রোভার এ পর্যন্ত ১১টি নমুনা সংগ্রহ করেছে।

কিন্তু পৃথিবীর ল্যাবে বিস্তারিত গবেষণা ও পর্যবেক্ষণের জন্য এই নমুনা পৃথিবীতে নিয়ে আসার প্রক্রিয়া অত্যন্ত জটিল।

ধারণা করা হচ্ছে, এই মহাকাশ যানটি মঙ্গলের সংগৃহীত নমুনা নিয়ে ২০৩৩ সালে যুক্তরাষ্ট্রের উটাহ মরুভূমিতে অবতরণ করবে।