প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

মহাকাশ ষ্টেশনে প্রথম প্রাইভেট মিশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২২ ১৩:৫৪:০৩ | আপডেট: ১ year আগে
মহাকাশ ষ্টেশনে প্রথম প্রাইভেট মিশন শুরু
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের উদ্দেশে প্রথম সম্পূর্ণ প্রাইভেট মিশন শুরু হয়েছে।

শুক্রবার সূচনা কোম্পানি এক্সিওম স্পেসের চার সদস্যের একটি ক্রু দল নিয়ে এ মিশন শুরু করে। এক্সিওম মিশন-১-এর নেতৃত্ব দিচ্ছেন সাবেক নাসা মহাকাশচারী মাইকেল লোপেজ-আলেগ্রিয়া। তিনি স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

এএফপি’র খবরে বলা হয়, স্থানীয় সময় বেলা ১১টা ১৭ মিনিটে (গ্রিনিচমান সময় ১৫১৭ টা) ক্রু ড্রাগন ক্যাপসুল এন্ডেভর নিয়ে স্পেস এক্স ফ্যালকন ৯’র একটি রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে।

এ বিষয়ে নাসাপ্রধান বিল নেলসন বলেন, ‘আমরা পৃথিবী থেকে আমাদের বাণিজ্যিক ব্যবসা তুলে নিচ্ছি এবং এটি মহাকাশে স্থাপন করছি।’

অ্যাক্সিওম স্পেস সিইও মাইকেল সাফ্রেডিনি সাংবাদিকদের বলেন, হিউস্টনভিত্তিক কোম্পানির জন্য বছরের পর বছর কাজের চূড়ান্ত পরিণতি এ সফল যাত্রা।