প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

লাইভে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক

টিবিপি ডেস্ক
০৮ আগস্ট ২০২২ ১৮:৪১:১৯ | আপডেট: ১ year আগে
লাইভে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক

লাইভে পণ্য বিক্রির সুবিধা আপাতত বন্ধ করে দিচ্ছে ফেসবুক। চলতি বছরের অক্টোবর থেকে ব্যবহারকারীদের জন্য আর এ সুবিধা রাখছে না সামাজিক মাধ্যমটি।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেসবুক। মূলত ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মেটা।

মেটা জানিয়েছে, বড় বড় লাইভ কেউ দেখতে চায় না। গ্রাহক রিলস অর্থাৎ ছোট ভিডিওর দিকে ঝুঁকছে। এ জন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশেষভাবে নজর দিতে চাচ্ছে।

দুবছর আগে লাইভ শপিং ফিচারটি চালু করে ফেসবুক। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত।