প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার আনছে আইবিএম

প্রযুক্তি ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ১৩:২৭:৪৩ | আপডেট: ১ year আগে
সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার আনছে আইবিএম

‘ইগল’ কোয়ান্টাম কম্পিউটারের চেয়ে তিন গুণ শক্তিশালী ৪৩৩-কিউবিটের ‘অসপ্রে’ কম্পিউটারের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (আইবিএম)। আইবিএমের নিজেদের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার হবে এটি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আইবিএম জানিয়েছে, ২০২৩ সালের শেষ নাগাদ অসপ্রে পুরোপুরি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন গবেষকরা।

কোম্পানিটি আরও জানিয়েছে, একাধিক কোয়ান্টাম সিস্টেম টু দিয়ে কোয়ান্টাম কেন্দ্রীক সুপাকম্পিউটিং কাঠামো নির্মাণ নিয়েও গবেষণা চালানো হচ্ছে।

২০টিরও বেশি সুপারকম্পিউটার আছে আইবিএমের। বিশ্বের বিভিন্ন প্রান্তের সেবাগ্রাহকরা চাইলে ক্লাউডের মাধ্যমে সুপারকম্পিউটারগুলো ব্যবহার করতে পারেন।

আইবিএম দাবি করছে, তিনটি কোয়ান্টাম সিস্টেম টু জুড়ে দিয়ে ১৬ হাজার ৬৩২ কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার নির্মাণের সুযোগ রয়েছে।

‘অসপ্রে’ নিয়ে আইবিএমের গবেষণা বিভাগের পরিচালক দারিও গিল বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নতুন কৌশল নিয়ে কাজ করে ১০০০ কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার নির্মাণের পথে আছে আইবিএম। একইসঙ্গে আমরা যে ‘অসপ্রে’ চিপের ঘোষণা দিয়েছি এর সক্ষমতা আমরা যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। আশা করছি আগামী বছরে এক হাজার কিউবিটের চিপ আরও বড় হবে।

কোয়ান্টাম কম্পিউটারের সক্ষমতার একক কোয়ান্টাম বিট বা কিউবিট। আইবিএম ছাড়াও কোয়ান্টাম কম্পিউটার নির্মাণ করছে প্রযুক্তি শিল্পের বেশ কয়েকটি প্রতিষ্ঠান।