প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

স্টেট ইউনিভার্সিটিতে

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৩ ১৯:৫১:৫২ | আপডেট: ১০ মাস আগে
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ক ওয়েবিনার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে সাংবাদিকতা পেশা কী ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে এবং কেমন হবে আগামী দিনের সাংবাদিকতা- এ বিষয়ে এক ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

‘দ্যা ফিউচার অব নিউজ: এআই’স ইমপ্যাক্ট অন জার্নালিজম’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায়। বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ আয়োজিত এই ওয়েবিনারে দেশি-বিদেশী শিক্ষক, গবেষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।

ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন, যুক্তরাষ্ট্রের মারকুইট বিশ্ববিদ্যালয়ের কলেজ অব কমিউনিকেশনের সহযোগী অধ্যাপক ও সহযোগী ডিন ড. সুমনা চট্টোপাধ্যায়, এএফপির ঢাকার ব্যুরো অফ চিফ শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী এবং জেসিএমএস বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন জেসিএমএস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সামসুল ইসলাম।

সাংবাদিকতা পেশায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নিত্য-নতুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট 'চ্যাটজিপিটি' বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছে। সাংবাদিকের প্রধান কাজ তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ এমনকি তথ্যের ফ্যাক্ট চেকিং করা সম্ভব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এমতাবস্থায় আশঙ্কা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে সাংবাদিকদের জায়গা দখল করে নিতে পারে। এই প্রেক্ষিতে, এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ওয়েবিনারে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ওয়েবিনারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বিধায় দেশ এবং দেশের বাইরে থেকে যেকেউ চাইলে সরাসরি যুক্ত হতে পারবেন। আগ্রহীরা নিচের লিংকের মাধ্যমে যুক্ত হতে পারেন: https://bdren.zoom.us/j/69236052882