তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১০টি প্রকল্প উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান ও শেখ রাসেল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। সেই সঙ্গে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ-২০২৩ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলব, আমাদের সন্তানদের কাছে একটি উপদেশ থাকবে, তোমরা পড়াশোনা করবে। ওই জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস থেকে দূরে থাকবে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করছি। আজকের শিশুরাই তো স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা কোথায় (মোবাইলে) টিপব। আমার ছোট্ট সোনামণিরা তো স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। এটাই আমি চাই।’
বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিশ্বনেতাদের বলব, যুদ্ধ বন্ধ করেন। যুদ্ধ কোনো সমাধান আনে না। অস্ত্র বানানো ও অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় করা হয়, সেই অর্থ শিশুদের উন্নয়নে ব্যয় করা হোক।’
এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।