প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

৮০ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৪ ১৮:১৭:২৯ | আপডেট: ১০ মাস আগে
৮০ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে সরকার

আগামী দু’বছরে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস কর্মসূচির আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মাধ্যমে ৮০ হাজার শিক্ষার্থী ও স্নাতকদের চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেবে সরকার।

বৃহস্পতিবার মিরপুরের ইয়ুথ টাওয়ারে এনহান্সিং ডিজিটাল গভর্নমন্টে অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সম্মেলন কক্ষে ইডিজিই প্রকল্প ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইডিজিই প্রকল্প পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও অধ্যাপকরা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করছে সরকার ও বিশ্বব্যাংক। পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে প্রশিক্ষণ প্রদানের জন্য যুক্ত করা হবে।

সমঝোতা স্মারক অনুসারে বিশ্ববিদ্যালয়গুলো আগামী দু’বছরে ৮০ হাজার শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের প্রশিক্ষণ দেবে তিনটি স্তরে। প্রথমটি হচ্ছে ফাউন্ডেশনাল বা ভিত্তিমূলক স্তর। এ স্তরে ৫০ হাজার শিক্ষার্থী ও গ্রাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে মৌলিক ধারণা ও হাতে কলমে প্রশিক্ষণ পাবে। এরপর ইন্টারমিডিয়েট বা মধ্যম স্তরে ফাউন্ডেশনাল স্তরের চেয়ে অপেক্ষাকৃত জটিল ডিজিটাল বিষয়ে ২০ হাজার শিক্ষার্থী ও গ্রাজুয়েট প্রশিক্ষণ পাবে। তৃতীয় স্তরটিকে বলা হচ্ছে হচ্ছে উন্নত ও অগ্রগামী। এ স্তরে ১০ হাজার শিক্ষার্থী ও গ্রাজুয়েটরা উদীয়মান প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ পাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর প্রশিক্ষণের ব্যাপারে শিক্ষকদের অবহিতকরণের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মো. আবু সাইয়িদ, মো. সাখাওয়াৎ হোসেন, ই্ডিজিই প্রকল্পের পলিসি এডভাইজার আবদুল বারী ও স্মার্ট লিডারশিপ একাডেমির টিম লিডার ড. মো. মাহফুজুল ইসলাম শামীম, বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মাহমুদা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এরফান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানাউল্লাহ চৌধুরী।

আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য গবেষণা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে আইসিটি সচিব সামসুল আরেফিন জানান, অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলো অর্থের অভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করে না। এ অবস্থা থেকে উত্তরণে তিনি করপোরেট রিসার্চ রেসপনসিবিলিটি ফান্ড (সিআরআরএফ) গঠনের ওপর জোর দেন এবং ইডিজিই প্রকল্প থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ৮০ হাজার শিক্ষার্থী ও স্নাতকদের প্রশিক্ষণের আয়োজন করছে। এর লক্ষ্য হলো সরকার, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করা। যাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠে।

আইসিটি সচিব বলেন, ‘ডিজিটাল দক্ষতা অর্জনের প্রশিক্ষণে তরুণদের যুক্ত করতে হবে। আমরা যদি সময়ের চাহিদা অনুযায়ী মানুষকে দক্ষ না করতে পারি তাহলে পিছিয়ে যাব। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির যেভাবে প্রসার ঘটছে এবং যেভাবে মানুষের যুক্ততা ছাড়াই গবেষণা কার্যক্রম চালাচ্ছে তাতে এসব প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণে দক্ষ মানুষ তৈরি ও গবেষণা করতে না পারলে আমরা সব সময়ই প্রযুক্তির ও উদ্ভাবনের ভোক্তা হয়েই থাকব।’

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনে সরকারের সদিচ্ছার কথা জানিয়ে বলেন, ‘সরকার ইডিজিই প্রকল্পের মাধ্যমে ১০টি বিশ্ববিদ্যালয়গুলোতে ১০টি বিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) প্রতিষ্ঠা করছে, যা উদ্ভাবন ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’