প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্যে জয় পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
শনিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে আগে ব্যাটিং করবে স্বাগতিকরা।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুক্রবার ১২৭ রানের পুঁজি নিয়ে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরারা। আর তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
সমতায় ফেরার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। হাসান আলীর পরিবর্তে একাদশে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক।