সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার নিয়ে আলোচনা সমালোচনা যেখানে থামছেই না, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) নানা অসঙ্গতি নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির দায়িত্বে থাকাদের কর্মকাণ্ড নিয়ে অবাক হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
ধারাবাহিক সেই সাক্ষাৎকার থেকে আজ জানা গেল- বিসিবির চাপেই অবসর নিয়েছিলেন মাশরাফি! ওই টেলিভিশনটির ক্রীড়া সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মাশরাফি। সেখানেই তিনি এ কথা বলেছেন।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সফরে হঠাৎ অবসরের ঘোষণা দেন মাশরাফি। অবসর নিতে তাকে বাধ্য করা হয়েছিল কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘স্রেফ আমাকে ওখানেই করতে হতো। এমন সিচুয়েশন তৈরি করা হয়েছিল যে আমাকে করতে হতো।’ বিস্তারিত না বললেও মাশরাফি বলেন, ‘সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে।’