প্রচ্ছদ ›› খেলা

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি

ক্রীড়া ডেস্ক
২৪ মে ২০২২ ১৬:২৮:৫৯ | আপডেট: ৩ years আগে
অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে ভেট্টোরি ছাড়াও আন্ড্রে বোরোভেচ সহকারী হিসেবে কাজ করবেন।

নতুন এই দুই সহকারী কোচের অজিদের হয়ে প্রথম কাজ হবে আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। যদিও ভেট্টোরি এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও কাজ করেছিলেন।

হেড কোচ ম্যাকডোনাল্ড ও ভেট্টোরির খেলোয়াড়ি ও একইসঙ্গে কোচিং সম্পর্ক অবশ্য অনেক পুরোন। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে দুজনে খেলোয়াড়ি সতীর্থ ও কোচ হিসেবে কাজ করেছিলেন।

ভেট্টোরি এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক ছিলেন। এছাড়া তিনি সিপিএলের দল বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশের ব্রিসবেন হিট, আইপিএলের ব্যাঙ্গালুরু ও ভাইটালিটি ব্লাস্টের দল মিডলসেক্সের হেড কোচ হিসেবে দায়িত্বে ছিলেন।