প্রচ্ছদ ›› খেলা

আইপিএলে দল পেলেন লিটন ও সাকিব

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২ ২১:৫০:১৩ | আপডেট: ২ years আগে
আইপিএলে দল পেলেন লিটন ও সাকিব

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেলেন লিটন দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলের মিনি নিলামের প্রথম দফার ডাকে অবিক্রিত ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসান। তবে দ্বিতীয় দফায় কপাল খুলেছে দুজনেরই।

লিটন দাসের পাশাপাশি এবার আইপিএলে কলকাতার হয়ে খেলবেন সাকিব। সাকিবকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে কেকেআর। এই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারই প্রথমবারের মতো আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।

বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেলেন লিটন। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ানস নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মোস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। মোস্তাফিজকে এ বছর রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। লিটনের পাশাপাশি তার খেলাও নিশ্চিত হয়ে গেছে।