প্রচ্ছদ ›› খেলা

আইপিএল খেলতে চাটার্ড প্লেনে ভারতে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৩ ১০:০৬:০৫ | আপডেট: ২ years আগে
আইপিএল খেলতে চাটার্ড প্লেনে ভারতে গেলেন মোস্তাফিজ
চাটার্ড প্লেনে মোস্তাফিজ। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করে কাটার মাস্টার খবরটি নিশ্চিত করেছেন।

ছবির ক্যাপশনে মোস্তাফিজ লিখেন, আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে তর সইছে না।

জানা যায়, একটি চাটার্ড প্লেনে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশি বাঁহাতি তারকা পেসার। যেখানে গতকালই মোস্তাফিজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছেন।

গতবছরের মতো এবারও মোস্তাফিজ আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময় তার খুব একটা ভালো না গেলেও আইপিএল দিয়ে ফর্মে ফেরার আশা করছেন।