আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সব ফরম্যাটের ক্রিকেটে জুলাইয়ের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এ মনোনয়ন পেলেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিব ছাড়াও মনোনয়ন পেয়েছেন আরও দুই অলরাউন্ডার। তারা হলেন- অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যেখানে একমাত্র টেস্টে বল হাতে দুই ইনিংস মিলে ৫ উইকেট নেন সাকিব। পরে ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ব্যাট হাতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি।
চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি দিতে শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সাকিবকে ভোট দিতে প্রবেশ করুন এই লিঙ্কে- https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month